নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮

0

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নাইটক্লাবের ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বুধবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনায় প্রাদেশিক গভর্নর এবং মেজর লিগ বেসবলের সাবেক খেলোয়াড় অক্টাভিও ডোটেলও নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে ৫১ বছর বয়সী ডোটেল মারা যান।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। জেট সেট নাইটক্লাবে জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের একটি কনসার্ট চলছিল। অনুষ্ঠানস্থলের ভেতরে শত শত মানুষ ছিলেন। সবাই আনন্দ উদযাপনে ছিলেন মাতোয়ারা।

বর্তমানে প্রায় ৪০০ উদ্ধারকারী ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান করছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here