নাইজেরিয়ায় হামলা চালিয়ে আবারও ৮৭ জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা।
রবিবার রাতে কাদুনা রাজ্যের কাজুরায় বন্দুকধারীরা হামলা চালিয়ে তাদের অপহরণ করে নিয়ে যায়। তাদের মধ্যে নারী-শিশুও রয়েছে।
চলতি মাসে ২৮৬ জন শিক্ষার্থীকে অপহরণের পর নতুন করে এই অপহরণের ঘটনা ঘটল।
নাইজেরিয়ার উত্তর এবং উত্তরপশ্চিমে প্রায়ই বন্দুকধারীরা গ্রামে ডাকাতি করে এবং গণঅপহরণ করে। জাতিসংঘ বলছে, ভয়াবহ নৃশংসতার কারণে এখানে প্রায় ১০ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।
দেশটির প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু প্রতিদিনই এসব ঘটনা বন্ধে চাপের মুখোমুখি হচ্ছেন। কিন্তু যে হারে বন্দুকধারীরা নৃশংসমূলক হামলা চালাচ্ছে তাতে প্রেসিডেন্টকে অসহায় মনে হচ্ছে।
কাদুনা পুলিশের মুখপাত্র মানসুর হাসান বলেন, রবিবার কাজুরাতে বন্দুকধারীরা হামলা চালায়। ওই গ্রামে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয় অফিসের কর্মকর্তা ইব্রাহিম গাজিরি ফ্রান্স প্রেস নিউজ এজেন্সিকে জানায়, নিরাপত্তা বাহিনীরা বন্দুকের মুখে স্থানীয়দের বাড়িঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। সূত্র: আল জাজিরা