নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৪

0

নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছে। তাদের মধ্যে দু’জন দূতাবাসের কর্মী ও দু’জন পুলিশ কর্মকর্তা। এছাড়া হামলাকারীরা দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনকে অপহরণও করেছে।

গণমাধ্যমের খবরে জানা গেছে, দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের কর্মীদের বহনকারী গাড়িবহরে বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুই কর্মচারী ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়। নাইজেরিয়ার আনামব্রা প্রদেশের আতানি শহরের কাছে মঙ্গলবার হওয়া এ হামলার সময় বন্দুকধারীরা তিনজনকে অপহরণ করে। অপহৃত এই তিনজনের মধ্যে একজন ড্রাইভার এবং অন্য দুজন পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “দুর্বৃত্তরা পুলিশ মোবাইল ফোর্সের দু’জন সদস্য ও মার্কিন কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করে এবং তাদের মরদেহ ও যানবাহন আগুনে জ্বালিয়ে দেয়।

নিহতদের মধ্যে কোনও মার্কিন নাগরিক নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি।”  সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here