‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি প্লেনকে নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি মূলত ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। প্লেনটিতে ২৪৫ যাত্রী, আটজন ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং তিনজন পাইলট ছিলেন।
এক যাত্রী জানান, আমাদের খাবার পরিবেশন শেষ করার পরই প্লেনের ভেতরে চাপ কমে যায় এবং এটি নিচে নামতে শুরু করে। আমরা তীক্ষ্ণভাবে নিচে নামার বিষয়টি অনুভব করেছিলাম। তীব্র ধাক্কার কারণে আমার মাথা ছাদের সঙ্গে বাড়ি খায়।
প্লেনটিতে ২৪৫ যাত্রী এবং ১১ ক্রু সদস্য ছিলেন। যদিও সবাই নিরাপদে নেমে এসেছেন, তবে চারজন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন এবং ২৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য সামান্য আঘাত পেয়েছেন।
এই ঘটনায় প্লেনটির চাপ কমে যাওয়া এবং দ্রুত নিচে নামার পেছনে যে প্রযুক্তিগত সমস্যা কাজ করেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।