নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় প্লাতিউ রাজ্যে গ্রামবাসীর মধ্যে সংর্ঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার মধ্যরাতে ওই রাজ্যের মুশু গ্রামে পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে ঠিক কী কারণে এই সংঘাতের সূত্রপাত রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি। তবে দেশটির এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এর আগে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে দুটি পৃথক বন্দুক হামলার ঘটনায় অন্তত ৭৪ জন নিহত হন। সেখানে কৃষক ও পশুপালকদের মধ্যে ভূমির ব্যবহার নিয়ে তীব্র প্রতিযোগিতা চলে। এই বিরোধের সঙ্গে অনেক সময় জাতিগত ও ধর্মীয় বিভাজনও জড়িয়ে পড়ে। সূত্র: রয়টার্স, এএফপি