পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলার ঘটনায় অন্তত ১২ সেনাসদস্য নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোটর সাইকেলে করে শত শত সশস্ত্র বিদ্রোহী সেনা সদস্যদের ওপর এই হামলা চালায় বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
জানা গেছে, রাজধানী নিয়ামে থেকে প্রায় ১৯০ কিলোমিটার (১১৮ মাইল) দূরে মালি, বুরকিনা ফাসো এবং নাইজারের ত্রি-সীমান্ত অঞ্চলের কাছে অবস্থিত কান্দাদজিতে এই হামলার ঘটনা ঘটে। সূত্র: রয়টার্স