নাইজারে মার্কিন সেনা উপস্থিতিকে অবৈধ ঘোষণা, সামরিক চুক্তি বাতিল

0

নাইজারের সামরিক সরকার আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে। পাশাপাশি নাইজারে আমেরিকার সেনা উপস্থিতিকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার নাইজার সরকার ২০১২ সালের সামরিক সহযোগিতা চুক্তি বাতিলের এই ঘোষণা দেয়।

সরকারি মুখপাত্র আমাদু আব্দ রামানে এক বিবৃতিতে বলেন, দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং স্বার্থের কথা বিবেচনা করে নাইজার সরকার দায়িত্বশীলতার সাথে এই সিদ্ধান্ত নিয়েছে যে, আমেরিকার সাথে সামরিক সম্পর্ক ছিন্ন এবং এটা দ্রুত বাস্তবায়ন করা হবে। এই চুক্তি বাতিলের ফলে নাইজারের ভূখণ্ডে মার্কিন সেনা উপস্থিতি অবৈধ বলে গণ্য হবে।

নাইজার সরকারের মুখপাত্র তার বিবৃতিতে আরো বলেছেন, আমেরিকার এই প্রতিনিধি দলের সার্বভৌমত্ব লঙ্ঘনের পরিকল্পনা এবং দু দেশের মধ্যকার চুক্তির পরও সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে কোনো ফল না পাওয়ায় চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়া হলো। সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here