নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে ফের গোলাগুলি

0
নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে ফের গোলাগুলি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমার অংশ থেকে আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার পর থেকে বুধবার (২০ আগস্ট) রাত ২টা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ ভেসে আসে। 

স্থানীয় সূত্রগুলো জানায়, ওই এলাকায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ‘তমব্রু রাইট’ ও ‘তমব্রু লেফট’ এ দুটি ক্যাম্প সাম্প্রতিক সময়ে তাদের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) নিজেদের দখলে নিয়ে নেয়। ক্যাম্পগুলোর মাঝামাঝি স্থান নারিকেল বাগান এলাকা থেকে এ শব্দ ভেসে আসে। তবে কাদের মধ্যে এ বন্দুকযুদ্ধ ঘটেছে তা জানা যায়নি। এর আগে গত ১০ আগস্ট একই এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। 

কক্সবাজারে দায়িত্বরত বিজিবির ৩৪ নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, বাংলাদেশি সীমান্ত রক্ষায় বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here