নাইক্ষ্যংছড়িতে ১ লাখ পিস ইয়াবা জব্দ

0
নাইক্ষ্যংছড়িতে ১ লাখ পিস ইয়াবা জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত পিলারের চিকন পাতাঝিরি পয়েন্ট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস.এম কফিল উদ্দিন কায়েস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জারুলিয়াছড়ি বিওপির জওয়ানরা এ অভিযান চালায়। তবে বিজিবির অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। ইয়াবাগুলো জব্দ করে জোন সদর দপ্তরে আনা হয়েছে।

অন্যদিকে, নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১৭ লিটার বাংলা মদ ও একটি অটোরিকশাসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

আটককৃত ৩ জনই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদেরকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here