নলডাঙ্গায় অতিরিক্ত শীতে রেললাইনে ফাটল

0
নলডাঙ্গায় অতিরিক্ত শীতে রেললাইনে ফাটল

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনের পাশে ২৫৩ নং পিলারের কাছে অতিরিক্ত শীতের কারণে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। 

তবে স্টেশন মাস্টার আব্দুল আওয়ালের দাবি, ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। রেল সূত্রে জানা গেছে, সোমবারের (৮ ডিসেম্বর) মধ্যেই ফাটলের মেরামত কাজ শেষ হবে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় গ্রাম পুলিশ নাজমুল হোসেন জানান, সোমবার ভোরে তিনি ফাটলটি লক্ষ্য করেন এবং পরে কর্তৃপক্ষকে অবহিত করেন। আরও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফাটলের উপর দিয়েই ট্রেন চলাচল করছিল। দুপুরের দিকে মেরামত কাজ শুরু হয়।

মাধনগর স্টেশন মাস্টার আব্দুল আওয়াল জানান, সোমবার ভোর ৬টা ৩৫ মিনিটে খবরটি পেয়ে সান্তাহার স্টেশন মাস্টারকে অবহিত করা হয়। পরে বরেন্দ্র ট্রেনের মেরামত টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। 

তিনি আশা প্রকাশ করেন, বিকেল-সন্ধ্যার মধ্যেই মেরামত কাজ সম্পন্ন হবে।

স্টেশন মাস্টারের মতে, অতিরিক্ত শীতে লোহা সংকুচিত হওয়ায় প্রায় প্রতি বছরই এ ধরনের ফাটল দেখা দেয়। 

এছাড়া সান্তাহার স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার সান্তাহার থেকে মাধনগর পর্যন্ত রেললাইনের আরও অনেক স্থানে ফাটল দেখা গেছে এবং মেরামত কাজ চলছে। তবে এসব ফাটলে ট্রেন চলাচলে বড় ধরণের কোনো বিঘ্ন ঘটেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here