নলছিটিতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

0

ঝালকাঠির নলছিটি  উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. নজরুল ইসলামের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী। শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেলে নলছিটি পৌরসভার বৈচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই এলাকার এক কৃষক তার অপ্রাপ্ত বয়স্ক দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে পৌরসভার মল্লিকপুর এলাকার এক ছেলের বিয়ে দিচ্ছিল। এই খবর জানতে পেরে ইউএনও নজরুল ইসলাম ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। জাল জন্মনিবন্ধন দেখিয়ে বিয়ের সব প্রস্তুতি নেওয়া হয়। পরে বর ও কনের পিতাকে বাল্যবিবাহে সহযোগিতা ও সম্পাদনা করার জন্য মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here