নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ব্যালটের মাধ্যমে আজ (২৯ মে) সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনকে অবাধ-সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে কমিশনের পক্ষ থেকে নেয়া হয়েছে সার্বিক ব্যবস্থা।
একটি পৌরসভা এবং ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত শিবপুর উপজেলার ৯৭ টি ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ। উপজেলার ২ লাখ ৬৮ হাজার ৪৬১ জন ভোটারের জন্য ৬৪৮টি ভোট কক্ষ প্রস্তুত করা হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী পতিদ্বন্দ্বিতা করছেন।