নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় অধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগের দুই গ্রুপের সমর্থিতদের মধ্যে সংঘর্ষে আহত মামুন মিয়া (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার দুপুরে ডাংগা ইউনিয়নের কাজীর চর গ্রামে এই সংঘর্ষে ঘটনা ঘটে।
পরে রাতেই নিহতের পিতা কিরন মিয়া বাদী হয়ে ওই এলাকার যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলুর গ্রুপ সমর্থিত সিরাজ মিয়া নামে একজনকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ থেকে ১৫ জনকে আসামি করে পলাশ থানায় মামলা দায়ের করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি (তদন্ত) মো: জসিম উদ্দিন।
পলাশ থানার ওসি (তদস্ত) মো: জসিম উদ্দিন জানান, দুই গ্রুপের সংঘর্ষে আহত মামুন মিয়া নামে একজন ঢাকায় মারা গেছে বলে শুনেছি। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।