নরসিংদীতে বিএনপি নেতাদের বাড়িতে আওয়ামী-যুবলীগের হামলার অভিযোগ

0
নরসিংদীতে বিএনপি নেতাদের বাড়িতে আওয়ামী-যুবলীগের হামলার অভিযোগ

নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের সাতপাড়া গ্রামে আওয়ামী যুবলীগ নেতাদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলার সময় মিল্লাত মিয়া নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ধরে নিয়ে বন্দুক ঠেকিয়ে পায়ে গুলি করা হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের ১০টি গরু ও ২টি মহিষ লুট করা হয়েছে বলে অভিযোগ।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সকালে নরসিংদী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাইয়ুম সরকারের সমর্থক নোয়াব আলী মেম্বারের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবদল সভাপতিসহ চারজন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হন। ওই ঘটনার পর বিএনপির বহু নেতাকর্মী এলাকা ছাড়তে বাধ্য হন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, ওই বিরোধের ধারাবাহিকতায় ইউনিয়ন যুবলীগ নেতা হাবিব, মিটল, হুমায়ন, হিমেল ও ফারুকের নেতৃত্বে বিএনপি নেতা শিতলের ভাই ফোরকানের বাড়িসহ তিনটি বাড়িতে হামলা চালানো হয়। হামলার সময় ব্যাপক ভাঙচুর করা হয় এবং দুটি মহিষ ও ১০টি গরু লুট করা হয়। পরে তৃতীয় পক্ষের মাধ্যমে অর্থের বিনিময়ে গরুগুলো উদ্ধার করা হয় বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বলেন, ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here