নরসিংদীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৩

0

নরসিংদীর পাঁচদোনায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। 

আজ শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাইক্রোবাসের চালক আবদুস সালাম (৪৩) ও যাত্রী পিয়াল (২৬)।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে মাধবদী থানায় হস্তান্তর করেছি। এ ঘটনায় আরও ৩ জন যাত্রী আহত হয়েছেন। তবে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের আশে পাশের হাসপাতালে নিয়ে ভর্তি করে। কোন বাসের সাথে এই দুুর্ঘটনা ঘটেছে সেটি নিশ্চিত করতে পারেনি মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here