নরসিংদীর বেলাবতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতাধিক দুর্লভ ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও ২০২২ সনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সকলকে বৃত্তি প্রদান করা হয়েছে। বেলাবো উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা কলেজের মাঠে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এ সময় আলোকচিত্র প্রদর্শনী করা হয়।
আলোকচিত্র প্রদশর্নী ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মশিউর রহমান।
বারৈচা কলেজ গভর্নিং বডির সভাপতি এ.এইচ আসলাম সানীর (সিআইপি) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলা হোসনে আরা, সাংবাদিক বাবু প্রনব সাহা, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদ, সমাজসেবক ওবায়দুল হক আলমসহ প্রমুখ।