নরসিংদীতে চাঁদাবাজির মামলায় মাধবদী নুরালাপুর ইউপি চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের পাচদোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (১৬ জুলাই) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ ও আদালত সূত্রে জানাযায়, সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের আইনাল হাজি তার বাড়ির সীমানা দেয়ার জন্য দেয়াল নির্মাণ করছিল। ওই সময় মাধবদী নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন ৫/৬ জনকে নিয়ে দেয়াল নির্মাণে বাধা দেয়। আর দেয়াল নির্মান করতে হলে চেয়ারম্যানকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় কাজ বন্ধ করে দেন।
মাদবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান জানিয়েছেন, চাঁদাবাজির একটি মামলায় চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এসময় চেয়ারম্যানের পক্ষের আইজীবি আদালতে জামিনের আবেদন করেন। পরে আদালতের বিজ্ঞ বিচারক বাদি-বিবাদি পক্ষের আইনজীবিদের যুক্তি তর্ক শুনে চেয়ারম্যানের জামিন মঞ্জুর করেন।