নরসিংদীর মনোহরদীতে পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স হালনাগাদ না থাকায় কাচিকাটা ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচারার্স (কেবিএম) নামে একটি ইটভাটার মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রামমাণ আদালত। এছাড়া ইটভাটার ম্যানজারসহ দুইজনকে কারাদন্ড প্রদান করা হয়।
মঙ্গলবার বিকেলে জেলার মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর এই কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
এর আগে বড়চাপা পূর্বপাড়ায় কৃষি জমি থেকে মাটি কাটায় দুজনকে দুইদিনের কারাদন্ড এবং দৌলতপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের এক মাটি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। তাছাড়া লেবুতলা এবং হাতিরদিয়া এলাকা থেকে দুটি এক্সকাভেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী বিচারক মারুফ দস্তগীর সাংবাদিকদের বলেন, পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স হালনাগাদ না থাকায় একটি ইটভাটাকে জরিমানার পাশাপাশি দুইজনকে করাদন্ড দেয়া হয়েছে। তাছাড়া অবৈধ ভাবে ইটভাটা চালানোর সুযোগ নেই। পরিবেশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এক এক করে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।