নরসিংদীর রায়পুরায় রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের সাথে ইজিবাইকের সংঘর্ষ দুই জন নিহত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) রাত ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল সড়কের আমিরগঞ্জ রেলক্রসিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) ও একই এলাকার যাত্রী মন্নাফ মিয়া (৪৮)।
প্রত্যক্ষদর্শী শাহ আলম বলেন, আমিরগঞ্জ রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ের পূর্ব পাশে অনেক গাছপালা থাকায় ট্রেনটি আসতে দেখা যাচ্ছিল না। এ কারণে ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো: জহিরুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই জন নিহত হয়েছে। এই রেলক্রসিংটি অবৈধ এবং কোনো গেটম্যান নেই। অসাবধানতা বসত অটোরিকশাটি রেললাইনের ওপর উঠে যায়। এতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।