বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আজ শনিবার যথাযোগ্য মর্যাদায় তার জন্মদিন পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে শুরুতেই হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে শেখ কামালের গৌরবময় ও সংগ্রামগাথা জীবনের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ ক্রীড়া, শিল্প, সাহিত্যে শহীদ শেখ কামালের নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি বলেন, শেখ কামাল এসব গুণাবলী তার পরিবার থেকে পেয়েছেন, যা তার ব্যক্তিগত, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে প্রতিফলিত হয়েছে। হাইকমিশনার শেখ কামালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মুক্তিযুদ্ধের সময় শেখ কামাল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর এডিসি ছিলেন।
তিনি আরো বলেন, শহীদ শেখ কামালের স্বপ্ন জীবনের তাৎপর্যপূর্ণ দিকগুলো বাঙালি জীবনের আদর্শ হিসেবে প্রতিফলিত হচ্ছে।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত পরিবারের সব শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।