বাংলা নববর্ষ ১৪৩০-কে স্বাগত জানাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে তিনদিনব্যাপী বাংলা উৎসব সমাপ্ত হয়েছে। একইসঙ্গে বঙ্গবন্ধু-নেতাজি জনচেতনা যাত্রার দু’বছরব্যাপী অনুষ্ঠানেরও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দিল্লির চিত্তরঞ্জন পার্কের বিপিনচন্দ্র পাল ট্রাস্ট মিলনায়তনে তিনদিনব্যাপী এই উৎসবের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ এবং বিহু ক্রিয়েশন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান ড. বিবেক দেবরায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, সাহিত্য সংস্কৃতি ও কলাবিহীন মানুষ অনেকটা পশুর সমান। নতুন প্রজন্মের মাঝে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে বিশেষ ভূমিকা রাখতে হবে।
এরপর শর্মিলী ব্যানার্জীর নেতৃত্বে নৃত্যনন্দ এবং ঢাকা পদাতিক এর পরিবেশনায় নাদেল চৌধুরী পরিবেশনায় ‘‘ট্রায়াল অব সূর্য সেন’ মঞ্চস্থ হয়। ঐতিহাসিক ঘটনার মঞ্চায়ন দিল্লিতে সর্বস্তরের দর্শকদের প্রশংসা অর্জন করে।