নমিনেশন পেয়েও পুরস্কার হাতছাড়া দিলজিতের

0
নমিনেশন পেয়েও পুরস্কার হাতছাড়া দিলজিতের

প্রিয় অভিনেতা ও গায়ক দিলজিত দোসাঞ্জের ভক্তরা আশা করেছিলেন, তিনি আন্তর্জাতিক এমি পুরস্কারে হাতে তুলে নেবেন পুরস্কার। তবে ৫৩তম আন্তর্জাতিক এমি পুরস্কারে মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছে তাকে।

ইমতিয়াজ আলির ‘অমর সিং চমকিলা’ ছবিটি এই বছর দুইটি মনোনয়নে অন্তর্ভুক্ত ছিল। একটি ছিল ‘সেরা টেলিভিশন সিনেমা/মিনি-সিরিজ’, আর অপরটি ‘সেরা অভিনেতা’। সোমবার রাতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত অনুষ্ঠানে ‘অমর সিং চমকিলা’ সেরা সিনেমা/মিনি-সিরিজ বিভাগে জার্মানির ‘হেরহাউসেন: দ্য ব্যাঙ্কার অ্যান্ড দ্য বোম্ব’, যুক্তরাজ্যের ‘লস্ট বয়েজ অ্যান্ড ফেয়ারিস’ এবং চিলির ‘ভেন্সার ও মরির’ ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। পুরস্কার জিতে নেয় ‘লস্ট বয়েজ অ্যান্ড ফেয়ারিস’।

অন্যদিকে, সেরা অভিনেতা বিভাগেও মনোনীত ছিলেন দিলজিত। এ বিভাগে জয়ী হয়েছেন ডেভিড মিচেল (‘লুডউইগ’), ওরিওল প্লা (‘ইয়ো, অ্যাডিকটো’) এবং দিয়েগো ভাসকেজ (‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অফ সলিটিউড’)।

যদিও পুরস্কার হাতে ওঠেনি, রেড কার্পেটে দিলজিত ও ইমতিয়াজ যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিলেন। অনুষ্ঠান চলাকালীন ইমতিয়াজ তাঁর সিনেমা ‘অমর সিং চমকিলা’-কে একজন শিল্পী এবং শিল্পের মধ্যে প্রেমের গল্প হিসেবে বর্ণনা করেছিলেন।

রেড কার্পেটে হাঁটতে দেখা যায়, দিলজিত তাঁর সিগনেচার স্টাইলে হাতজোড়ে প্রণাম করেছেন দর্শক ও মিডিয়াকে। তাঁদের সঙ্গে ছিলেন নেটফ্লিক্স ইন্ডিয়ার টিমও, যা আরও উজ্জ্বল করেছে অনুষ্ঠানের পরিবেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here