নবীপুত্র ইশাখিল ও সৌম্যর ব্যাটে নোয়াখালীর চ্যালেঞ্জিং স্কোর

0
নবীপুত্র ইশাখিল ও সৌম্যর ব্যাটে নোয়াখালীর চ্যালেঞ্জিং স্কোর

বিপিএলে আজ নোয়াখালী এক্সপ্রেসের জন্য একটি অনবদ্য মুহূর্ত তৈরি হলো, যখন আফগান তারকা মোহাম্মদ নবী এবং তার ছেলে হাসান ইশাখিল একসঙ্গে ব্যাটিং করতে মাঠে নামলেন।

আজই হাসান ইশাখিল বিপিএলে অভিষেকের স্বাদ পেলেন। ম্যাচের শুরুতে বাবা নবী নিজে ছেলের হাতে বিপিএলের অভিষেক ক্যাপ তুলে দেন। এরপর টস জিতে ব্যাট করতে নেমে হাসান এবং সৌম্য সরকার ঝোড়ো ব্যাটিং শুরু করেন। ৯.২ ওভারে তারা গড়ে তোলেন ১০১ রানের জুটি। সৌম্য সরকার ২৫ বলে ৪৮ রান করেন, ৭টি বাউন্ডারি ও ১টি ছক্কায় সমৃদ্ধ।

এরপর ক্রিজে আসেন শাহাদাত হোসেন ও হাবিবুর রহমান সোহান, কিন্তু তারা দু’জনেই খুব বেশি রান করতে পারেননি। এরপর মাঠে নামেন মোহাম্মদ নবি এবং তার ছেলে ইশাখিল। বাবা-ছেলের জুটিতে তারা গড়ে তোলেন ৫৩ রান। দলীয় স্কোর তখন ১৭২ রান।

মোহাম্মদ নবী ১৩ বলে ১৭ রান করে আউট হন, এরপরই হাসান ইশাখিলের পালা আসে। অভিষেকে দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করে ৬০ বলে ৯২ রান করেন তিনি। তাঁর ইনিংসে ৭টি বাউন্ডারি ও ৫টি ছক্কার মার ছিল। বাবা-ছেলের বিদায়ের পর নোয়াখালীর ইনিংস শেষ হয় ১৮৪ রানে, ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here