নবীনগরে যুবকের লাশ উদ্ধার

0

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডালিম আহমেদ (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ডালিম আহমেদ ওই গ্রামের শামসুল হক মিয়ার ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। ইতোমধ্যে পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে । পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, নিহত ডালিম আহমেদ সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। তবে মানসিকভাবে অসুস্থ থাকায় দুই বছর আগে তাকে মেডিকেল কলেজ থেকে ছাড়পত্র দিয়ে দেয়া হয়। বুধবার সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here