নবীনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে বুধবার দুপুরে পুকুর থেকে কচুরিপানা আনতে গিয়ে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছে বিদ্যাকুট পশ্চিম পাড়ার ব্যাপারী বাড়ির সামির হোসেনের মেয়ে সিজামনি (৬)। সিজামনি বিদ্যাকুট পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও আব্দুল আলী মিয়ার মেয়ে তাকিয়া (৫)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশ্ববর্তী পুকুরে তাকিয়া ও সিজামনি কচুরিপানা আনতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খুঁজাখুজি পর দুপুর ২টার দিকে পুকুরে তাদের লাশ ভেসে উঠে। দুই শিশু মৃত্যুও ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিদ্যাকুট ইউনিয়ন  পরিষদ চেয়ারম্যান জাকারুল হক বলেন, বিদ্যাকুট ব্যাপারী বাড়িতে কচুরিপানা আনতে গিয়ে দুই শিশু মারা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here