দিনাজপুর নবাবগঞ্জে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা মাসুদ রানা সেতু (২১) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল থাকা আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার নবাবগঞ্জ-বিরামপুর সড়কের গোলাপগঞ্জ গরিবপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত।
নিহত মাসুদ রানা সেতু বিরামপুর উপজেলার জোতবানী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।