মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণিতে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে কোনো বিভাগ থাকছে না। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সোমবার (২৩ অক্টোবর) এ নির্দেশনা জারি করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে দেওয়া চিঠিতে মাধ্যমিক পর্যায়ে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাজন না থাকার বিষয়ে মাঠ পর্যায়ে নির্দেশনা জারির প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে।