বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার এক অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করেন।
নরেন্দ্র মোদি অভিনন্দন বার্তায় লিখেছেন, ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার অবদান এবং একজন আইনজ্ঞ হিসেবে অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য তাৎপর্যপূর্ণ।