নবজাতকের মরদেহ উদ্ধার

0
নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় হোগলা ঝোপের ভেতরে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টা ১৫মিনিটে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে মরদেহটি উদ্ধার হয়।

স্থানীয়দের নজরে আসার পর তারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেন। সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশুটি ছেলে এবং বয়স আনুমানিক দুই দিন। শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোহাম্মদ শামীম রেজা ঘটনাস্থলে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের লক্ষ্যে মরদেহটি ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক  জানান, অজ্ঞাত কোন ব্যক্তি শিশুটিকে এখানে ফেলে রাখে। তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়া চলছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here