বগুড়ার নন্দীগ্রাম থেকে ছিনতাই হওয়া ৮১ দিন পর ইজিবাইক চোর চক্রের ৫ জনকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া গ্রামের শাওন মিয়া (২৭), পুরান বগুড়ার পলাশ চন্দ্র ঘোষ (৪২) কাহালুর কৈগাড়ী গ্রামের জুয়েল মোল্লা (৩৫), গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার বোয়ালী গ্রামের আশরাফ আলী (৪০) ও একই থানার দক্ষিণ কাঠুর গ্রামের অশোক কুমার রায় (২৬)।
এ ঘটনায় ইজিবাইক চালক সেলিম রেজা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা করে। এরপর থেকে পুলিশ ইজিবাইক উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তার করতে মাঠে নামেন। অবশেষে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গাইবান্ধা জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন জানান, ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারসহ চোর চক্রের ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মহাসড়কে ছিনতাই, দস্যুতা ও ডাকাতিসহ নান অপরাধের কাজে জরিত ছিলো বলে স্বাকীর করেছেন।