বগুড়ার নন্দীগ্রামে অসচ্ছল নারীদের মাঝে ঈদ উপহারের শাড়ি বিতরণ ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম রেজাউল করিম তানসেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ও সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে নারীদের মাঝে নতুন শাড়ি বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন স্থানীয় শামছুল হক, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম রেজা, ইয়াকুব আলী প্রমুখ। এরপর ধুন্দার বাজার ও ভদ্রদিঘীসহ বিভিন্ন বাজারে জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন সংসদ সদস্য।