নদী থেকে শিশুর লাশ উদ্বার

0

বরগুনার পাথরঘাটার কাকচিড়ায় গতকাল মঙ্গলবার দুুপুরে বিষখালী নদীতে গোসল করতে নেমে পাঁচ বছরের  শিশু ফাতিমা নিখোঁজের একদিন পর আজ নদীর অপর পাড়ে বরগুনার বদরখালীর পাতাকাটা এলাকা থেকে তার লাশ উদ্বার করে গ্রামবাসী।

বুধবার সকাল ৮টার দিকে  বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামের বিশখালী নদীর অংশে তার মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী জড়ো হয়। বরগুনা থানায় পুলিশে খবর দিলে পুলিশ স্হানীয়দের সহায়তায় শিশুটির মৃতদেহ উদ্বার করে। ফাতিমার বাবার নাম কামাল সিকদার।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মুঠোফোনে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here