বাগেরহাট সদরের চিত্রা নদী থেকে এসকেন্দার শেখ (৬৫) নামে নিখোঁজ এক জেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার বিষ্ণুপুর পানিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন জেলে এসকেন্দার শেখ।
এসকেন্দার একই উপজেলার বষ্ণুপুর ইউনিয়নের বড় সিংরাম গ্রামে বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।