বান্দরবানের সাংগু নদীর চরে খেলতে গিয়ে নদীতে ডুবে চিং মং উইন মারমা (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বান্দরবান শহরের উজানীপাড়া এলাকার সাংগু নদীর পলিকুম নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চিং মং উইন মারমা (১৫) পৌরসভা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়ার জমজম গলি এলাকার কোকোচিং মারমার ছেলে।