চাঁদপুরে মো. আব্দুর রাজ্জাক (৬৭) নামে বৃদ্ধ মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে নামলে তিনি নিখোঁজ হন। আব্দুর রাজ্জাক ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে।
চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার পর স্বজনরা থানায় বিষয়টি অবগত করেন। এরপর দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের ডুবুরি দল চেষ্টা চালিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি।