নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

0

নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের (আইআরবিএম) চালিয়েছে উত্তর কোরিয়া। সোমবার এটি পরীক্ষা করা হয়। এ সময় দেশটির নেতা কিম জং উন মিসাইলের সফল পরীক্ষা তদারকি করেছেন। 

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

কেসিএনএ জানায়, পরীক্ষা তদারকির সময় উত্তর কোরিয়ার পারমাণবিক ও মিসাইল সক্ষমতা ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন উন।

গত বছরের ৫ নভেম্বরের পর এটিই ছিল উত্তর কোরিয়ার প্রথম মিসাইল উৎক্ষেপণ। এমন সময় এই উৎক্ষেপণ করা হলো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন।

কেসিএনএ জানিয়েছে, মিসাইলটি পিয়ংইয়ংয়ের উপকণ্ঠ থেকে নিক্ষেপ করা হয়েছিল এবং শব্দের ১২ গুণ গতিতে প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার উড়েছিল। দেশটির পূর্ব উপকূলে একটি লক্ষ্যবস্তুতে এটি সফলভাবে আঘাত হেনেছে। মিসাইলের ইঞ্জিন বিভাগে নতুন কার্বন ফাইবার কম্পোজিট উপকরণ ব্যবহার করা হয়েছে। কারণ কার্বন ফাইবার অন্যান্য মহাকাশ পদার্থ যেমন-অ্যালুমিনিয়ামের তুলনায় হালকা এবং শক্তিশালী। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here