নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

0
নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

আফগানিস্তান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। বুধবার পুনরায় এই সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে আফগানিস্তানে ১২ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এক সময়ের মিত্র, দক্ষিণ এশীয় দেশ দুটির মধ্যে সাম্প্রতিক দ্বন্দ্ব শুরু হয় যখন ইসলামাবাদ আফগানিস্তানের তালেবান প্রশাসনকে পাকিস্তানে আক্রমণ বাড়ানোর অভিযোগে ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে। বলে যে তারা আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে, আফগানিস্তানে পাকিস্তানি ‘জঙ্গিদের’ উপস্থিতি অস্বীকার করে তালেবান।

আফগান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে বলেছেন, বুধবার ভোরে পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করলে ১২ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হন।

তিনি আরও বলেন, তারা বিপুল সংখ্যক পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে। তাদের পোস্ট এবং কেন্দ্র দখল করার পাশাপাশি তাদের অস্ত্র ও ট্যাংক দখল করেছে। বেশিরভাগ সামরিক স্থাপনাও ধ্বংস করার দাবি করে।

এদিকে, পাকিস্তানি কর্মকর্তারা সংঘর্ষের জন্য তালেবানকে দায়ী করেছেন এবং বলেছেন সীমান্তের ওপারে তাদের চারজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। পাকিস্তানের চামান জেলার আঞ্চলিক প্রশাসক হাবিব উল্লাহ বাঙ্গুলজাই সংবাদমাধ্যমকে বলেন, তালেবান বাহিনী চামান (জেলা) এর কাছে পাকিস্তানি পোস্টে আক্রমণ চালিয়েছে।

তিনি বলেন, দিনের প্রথম প্রহরে প্রায় পাঁচ ঘণ্টা ধরে লড়াই চলে। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here