ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্যর্থতা আর হতাশা ছাড়া কিছুই দিতে পারেনি ইংল্যান্ড। সেই পরিস্থিতি থেকে বেরোতে না বেরোতেই আবারও মাঠে নেমে পড়তে হচ্ছে ইংলিশদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের পর ইংলিশরা টি-টোয়েন্টি সিরিজও খেলবে। এই সিরিজের মধ্য দিয়ে আগামী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নতুন আরেকটি দল গড়ে তোলার প্রক্রিয়ায় নামছে ইংলিশরা।
ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলারও মনে করেন, এটি তাদের জন্য নতুন শুরু।
ভারত বিশ্বকাপকে শুধু একটি খারাপ টুর্নামেন্ট হিসেবে দেখছেন বাটলার, ‘(বিশ্বকাপ) আমাদের কেবল একটি খারাপ টুর্নামেন্ট ছিল। দল অনেক দিন ধরে দারুণ অবস্থানে আছে। প্রতিভাবান ছেলেদের নিয়ে গড়া দলের গভীরতা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সাদা বলের ক্রিকেটের পরবর্তী পর্যায়কে একটা কাঠামো দিতে সাহায্য করতে হবে। আর এই লক্ষ্যে আমি দায়িত্বশীল এবং অনুপ্রেরণা অনুভব করছি।’