ইংল্যান্ডকে হারিয়ে ৪-১ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের এই সাফল্যে সবচেয়ে বড় অবদান রেখেছেন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। ৩৫ বছর বয়সী এই বাঁহাতি পেসার নজর কেড়েছেন সবার।
চোটের কারণে অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউডকে পায়নি অস্ট্রেলিয়া। এছাড়া চোটের কারণে একটি ম্যাচে খেলেছিলেন প্যাট কামিন্স। দুই তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে একাই অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাককে নেতৃত্ব দিয়েছেন স্টার্ক। দুর্দান্ত বোলিংয়ে পাঁচ ম্যাচে ৩১ উইকেট তুলে নিয়েছেন তিনি। এর আগে অ্যাশেজ ২০টির বেশি উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে দুবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। এই দুরন্ত পারফরম্যান্সের পরেই গড়লেন নয়া নজির।
সবমিলিয়ে টেস্ট ক্রিকেটে ৪৩৩টি উইকেট নিয়েছেন স্টার্ক। এই পারফরম্যান্সের কারণে জায়গা করে নিয়েছেন এলিট লিস্টে। এতে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রঙ্গনা হেরাথের পাশে নাম লিখিয়েছেন তিনি। বাঁহাতি পেসারদের মধ্যে টেস্টে যা যুগ্ম সর্বোচ্চ। আর একটি উইকেট পেলেই এককভাবে এই তালিকায় শীর্ষে উঠে আসবেন স্টার্ক।
শুধু তাই নয়, কপিল দেবকে টপকে যাওয়ার সুযোগও রয়েছে তার। টেস্টে সবচেয়ে বেশি উইকেট পাওয়ায় তালিকায় একাদশ স্থানে রয়েছেন কপিল। ৪৩৪টি উইকেট নিয়েছেন তিনি। আর দু’টি উইকেট পেলেই তাকে টপকে নজির গড়বেন স্টার্ক।

