অর্থনীতিনতুন মুদ্রানীতি ঘোষণা আজBy AmarNews.com.bd - January 17, 20240FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হবে আজ বুধবার বিকেল তিনটায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার মুদ্রানীতি ঘোষণা করবেন। এর আগে গত রবিবার কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় মুদ্রানীতির খসড়া অনুমোদন হয়।