নতুন মিউজিক ভিডিও ‘তোমার লাল বেনারশি’

0

প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী সামজের নতুন মিউজিক ভিডিও ‘তোমার লাল বেনারশি’। 

গানটির কথা লিখেছেন রণক ইকরাম, রাম্মি খানের সুরে গানটির সংগীতায়োজন করেছেন দীন ইসলাম শারুখ। 

নতুন গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী সামজ বলেন,‘ঈদে আমার বেশ কিছু গান রিলিজ হয়েছে। এই গানটি একেবারে আমার ধরনের। স্যাড রোমান্টিক একটি গান। শ্রোতারা সচরারচর আমার কণ্ঠে যে ধরনের গান শুনতে চান এই গানটি সেরকমই একটি গান। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন।’

এর বাইরে আরো একাধিক চ্যানেলে সামজের একাধিক গান মুক্তির অপেক্ষায় রয়েছে বলে জানান সামজ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here