তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন লিটন দাস। শূন্য রানে লিটনের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন নাজমুল হাসান শান্ত ও সৌম্য সরকার।
ব্যক্তিগত ৪০ রানে শান্ত আউট হলেও একপাশে লড়ে যান সৌম্য। ব্যক্তিগত ফিফটি হাঁকিয়ে একটি মাইলফলক স্পর্শও করেন সৌম্য। কিন্তু শেষ পর্যন্ত ৬৮ রানে থামে সৌম্যের ইনিংস। এই রান করতে তিনি ১১টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলার আগে তার রান ছিল ১৯৪৪। ৫৬ রান করে সেটা নিয়ে গিয়েছেন ২ হাজারের ঘরে। নিজের ৬৪তম ইনিংসে এসে দুই হাজার রান স্পর্শ করেছেন সৌম্য সরকার। ১২ অর্ধশতক ছাড়াও আছে ৩ শতক।