নতুন ভোটারদের তথ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে আগামী ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। এসংক্রান্ত আবেদন নেবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী ইতিমধ্যে এসংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠিয়েছেন।
হালনাগাদ করা ভোটার তালিকার গত ২ জানুয়ারি প্রকাশ করা হয়েছে।
এরপর ভুলভ্রান্তি বা কারো কোনো দাবি আপত্তি থাকলে ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। দাবি আপত্তিগুলোর নিষ্পত্তি করা হবে ৩০ জানুয়ারির মধ্যে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, হালনাগাদের আগে ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।
নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এ হিসেবে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। ভোটার বৃদ্ধির হার ১.৫০ শতাংশ।
তিনি বলেন, দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এই সময়ের মধ্যে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা জানাতে পারবেন। দাবি আপত্তি জানানোর শেষ সময় ১৭ জানুয়ারি।