নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন আবারও আইপিএলে ফিরছেন, তবে এবার খেলোয়াড় হিসেবে নয়। ২০২৫ আইপিএল মৌসুমে তিনি লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে যুক্ত হচ্ছেন স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে।
ফ্র্যাঞ্চাইজিটি সম্প্রতি বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে। মেন্টর হিসেবে জহির খানের সঙ্গে সম্পর্ক শেষ করার পর, বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভরত অরুণকে। হেড কোচ হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকবেন কার্ল ক্রো। সেই তালিকাতেই এবার যুক্ত হলেন উইলিয়ামসন।
উইলিয়ামসন শেষবার আইপিএলে খেলেছিলেন গুজরাট টাইটান্সের হয়ে ২০২৪ সালে। একই বছর নিউজিল্যান্ডের জার্সিতে তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে। এরপর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে একটু পিছিয়ে গিয়ে মনোনিবেশ করেন ফ্র্যাঞ্চাইজি লিগে।
২০২৫ সালে তিনি ‘দ্য হান্ড্রেড’-এ লন্ডন স্পিরিট দলের অধিনায়কত্ব করেন এবং দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে ডারবানের সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন।