নতুন ভিডিও বার্তায় যা বললেন হামাস প্রধান

0

ফিলিস্তিনের ইসলামি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতা বুধবার বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিরা ফিলিস্তিনিদের মতো ‘মৃত্যু ও ধ্বংসের’ সম্মুখীন হয়েছে। 

ইসরায়েলি বোমা হামলায় ১১ জন জিম্মি নিহত হওয়ার তথ্য জানানোর পর তিনি ভিডিও বার্তায় এমন মন্তব্য করলেন হামাস নেতা। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ২৪০ জনের বেশি ইসরায়েলি নাগরিককে জিম্মি করে হামাস। 

ইসরায়েল ৭ অক্টোবর হামলা শুরুর পর বুধবার পর্যন্ত ৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে। এর মধ্যে ৩ হাজারের বেশি শিশু এবং ২ হাজারের বেশি নারী। আহত হয়েছেন ২০ হাজারের বেশি।

এখনো ধ্বংসস্তূপের নিচে প্রায় এক হাজার মরদেহ পড়ে আছে। এ ছাড়া পশ্চিম তীরেও হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী।

এদিকে গাজা-মিশরের সীমান্ত ক্রসিং দিয়ে বুধবার প্রথমবারের মতো বিদেশি পাসপোর্টধারী নাগরিকরা পার হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here