নতুন বোর্ডপ্রধান পেল আইরিশরা

0

ইংল্যান্ডের চেমসফোর্ডে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এই  সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করতে পারলে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে অ্যান্ড্রু বালবার্নিরা। এমন সিরিজের আগে বোর্ডপ্রধানকে সরিয়ে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।

সোমবার (৭ মে) ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন উইলিয়াম উইলসন। তিনি বিদায়ী সভাপতি ডেভিড গ্রিফিনের স্থলাভিষিক্ত হয়ে পরবর্তী ১২ মাসের জন্য সিআইএর সভাপতির দায়িত্ব পালন করবেন।

খেলোয়াড়ি জীবনে অনূর্ধ্ব পর্যায়ে ফয়েল কলেজের হয়ে ক্রিকেট জীবন শুরু করেন উইলিয়াম। তিনি ডেরি-লন্ডনডেরিতে ক্রিভেডোনেল ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে যান। তারপর ১৯৮২ সালে কিংবদন্তি রয় টরেন্সের অধীনে খেলে ব্রিগেড ক্রিকেট ক্লাবে চলে যান। এই ক্লাবের হয়ে দুটি আইরিশ সিনিয়র কাপ জেতার রেকর্ড রয়েছে উইলসনের ঝুলিতে।

রয়ের অবসর গ্রহণের পর ক্লাবের অধিনায়ক হিসেবে স্থলাভিষিক্ত হন উইলসন। তিনি সৌভাগ্যবান যে একটি অবিশ্বাস্য পাঁচটি আইরিশ সিনিয়র কাপ ফাইনালে খেলেছিলেন, যার মধ্যে ১৯৯৬ সালে লেইনস্টারের বিপক্ষে এবং ১৯৯৯ সালে লিমাভাদির বিপক্ষে শিরোপা জিতেছিলেন। ২০০১ সালে উইলিয়াম ক্রিকেট থেকে অবসর নেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here