ইরান সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর (আর্মি এয়ার ডিফেন্স ফোর্স) নতুন কমান্ডার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা এলহামিকে নিয়োগ দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।
নতুন দায়িত্ব পাওয়ার আগে জেনারেল এলহামি ২০১৯ সাল থেকে এই বাহিনীর উপ-কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বিমান প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন এবং খাতাম আল-আম্বিয়া বিমান প্রতিরক্ষা সদর দফতরের ডেপুটি অপারেশনস কমান্ডারের পদেও অধিষ্ঠিত ছিলেন।
ব্রিগেডিয়ার জেনারেল এলহামি ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা সাবাহি-ফার্দের স্থলাভিষিক্ত হলেন। সামরিক বাহিনীর উচ্চ পদে এই পরিবর্তনকে ইরানীয় সামরিক কৌশল ও প্রতিরক্ষামূলক সক্ষমতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

