নতুন বসন্তে লিন্ডা লিউ

0

বর্তমান সময়ের টপ মডেলদের মধ্যে অন্যতম লিন্ডা লিউ। স্বপ্ন দেখেন মডেলিং আর অভিনয়ে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার। সে লক্ষ্যে চলছে তার পথচলা। এদিকে, গত  ১৩ সেপ্টেম্বর পার করলেন নিজের জীবনের আরো একটি বসন্ত। 

বুধবার রাজধানীর একটি রেস্তোঁরায় লিন্ডা উদযাপন করেন তার জন্মদিন। বিশেষ দিনটি খোশ মেজাজে পার করেছেন তিনি। বন্ধু-বান্ধব, মডেল ও সেলিব্রেটিদের নিয়ে জন্মদিনের কেক কাটেন এই মডেল। 

লিন্ডা র‌্যাম্পে হাঁটার পাশাপাশি নিয়মিত দেশের নামি-দামি ব্র্যান্ডের ফটোশুটে অংশ নেন। গত ১০ বছর ধরে ক্যাটওয়াক, ফটোশুটে লিন্ডাকে বেশি দেখা যায়। তবে ইদানীং মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি

উল্লেখ্য, গত ঈদুল আজহায় আরটিভি মিউজিকের ব্যানারে মুক্তি পায় তার গানের মিউজিক ভিডিও। ‘আগুন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন নাজিয়া রহমান। প্রসেনজিৎ ওঝার কথায় গানটির সুর ও মিউজিক করেন শোভন রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here