নতুন বছর, নতুন প্রত্যাশা। পুরোনোকে সঙ্গী করে এগিয়ে চলা। সাধারণ থেকে সেলিব্রেটি—সবারই থাকে ৩৬৫ দিনের পরিকল্পনা। সোশ্যাল মিডিয়া পোস্টের সূত্র ধরে জেনে নেওয়া যাক ২০২৬ সাল ঘিরে শোবিজ অঙ্গনের তারকাদের প্রত্যাশার কথা।
বর্ষবরণের আনন্দ উদযাপনে সচেতনতার বার্তা দেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। আতশবাজির শব্দদূষণ রোধে তিনি লিখেছেন, আতশবাজির শব্দ সবার জন্য আনন্দের নয়। শব্দ নয়, আসুন ভালোবাসা ছড়াই।
একই সুরে কথা বলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। তার কথায়, আমাদের ক্ষণিকের আনন্দ যেন কারও কষ্টের কারণ না হয়। আজকের রাতটা (থার্টিফার্স্ট নাইট) না হয় চুপচাপই কাটুক। শিশু ও অসুস্থ মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সবাইকে সংযত হওয়ার আহ্বান জানান তিনি।
নতুন বছরের প্রত্যাশার কথা জানিয়ে ফেসবুক পোস্টে অভিনেত্রী আজমেরী হক বাঁধন লেখেন, আমি এমন একটি দেশের স্বপ্ন দেখি যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে এবং তরুণদের কথা শোনা হবে। নতুন বছরে আমি সবার জন্য ন্যায়বিচার, সুশাসন এবং সমব্যথী নেতৃত্বের প্রত্যাশা করছি।
ভক্তদের সুখবর জানিয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ফেসবুকে লেখেন, নিউ ইয়ার, নিউ ভাইব, নিউ চ্যাপ্টার ৮ (এপিসোড ৫৭-৬৪) লোডিং…।
স্বামী-সন্তানের সঙ্গে কেক কাটার ছবি ভাগ করে নিয়ে মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল লেখেন, গেল বছরটি অনেক চড়াই-উতরাইয়ের ছিল, বিশেষ করে বাবাকে হারানো। তবু আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞ কারণ আমরা নিজেদের, আমাদের সন্তানের এবং আমাদের চারপাশের মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। নতুন বছরে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
নতুন বছর উপলক্ষে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলতে লাইভে আসেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভক্তদের মন্তব্যের জবাব দেওয়ার পাশাপাশি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল নতুন বছরকে স্বাগত জানিয়ে লেখেন, ওয়েলকামিং ২০২৬। অন্যদিকে, চিত্রনায়িকা ফারিন খান এবং অভিনেত্রী এলিনা শাম্মীও ছবি পোস্ট করে ভক্তদের শুভকামনা জানিয়েছেন।

