এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে আসছে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’। চন্দ্রিল-অনিন্দ্য-উপলদের দশম অ্যালবামটি স্পটিফাই, আইটিউনস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ইউটিউবে শোনা যাচ্ছে। সেই সঙ্গে চন্দ্রবিন্দুর নতুন অ্যালবামের গান শোনা যাবে রেকর্ডেও।
ভারতের সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ বলছে, যাত্রা শুরুর পর ৩৫ বছর পার করেছে ‘চন্দ্রবিন্দু’; তাদের প্রথম অ্যালবাম আসে ১৯৯৭ সালে। ‘টালোবাসা’র আগে ২০১২ সালে এসেছিল তাদের নবম অ্যালবাম। প্রেম-ভালোবাসা, হাস্যরস ও ব্যাঙ্গ-বিদ্রুপের মিশেলে সাজানো হয়েছে টালোবাসার গান।
ইনস্ট্রাগামে ‘চন্দ্রবিন্দু’ লিখেছে, “নতুন অ্যালবাম বের হচ্ছে এক ডজন বছর মানে এক যুগ পর। একটা বয়স ছিল যখন বছর বছর আমাদের অ্যালবাম বের হত। আমদের দুচোখ জুড়ে স্বপ্ন ছিল, একদিন দশখানা অরিজিনাল অ্যালবাম বার হবে আমাদের। প্রথম ক্যাসেট বেরিয়েছিল ১৯৯৭ এ। তার ২৭ বছর পর চন্দ্রবিন্দু সত্যিই দশম অ্যালবাম বার করতে পারল।”